ইরানে তিন সপ্তাহের জন্য কারামুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি
শান্তিতে নোবেলজয়ী ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে তিন সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। অসুস্থ থাকায় তাঁকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান নার্গিসের আইনজীবী মুস্তাফা নিলি।
এক্সে এক পোস্টে মুস্তাফা নিলি লিখেন, ‘চিকিৎসকের ব্যবস্থাপত্রের ভিত্তিতে নার্গিস মোহাম্মদির কারাদণ্ড তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন সরকারি কৌঁসুলি। নার্গিস এখন মুক্ত।’
নার্গিস মোহাম্মদির পরিবারের সদস্য ও সমর্থকেরা ২০২৩ সালে শান্তিতে নোবেলজয়ী এ নারী মানবাধিকারকর্মীর সাময়িক কারামুক্তিকে ‘অপর্যাপ্ত’ বলেছেন।
এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘নার্গিস মোহাম্মদির ২১ দিনের কারাদণ্ড স্থগিত করাটা অপর্যাপ্ত। আমরা নার্গিস মোহাম্মদির শর্তহীন মুক্তির দাবি জানাই।’
নার্গিস মোহাম্মদি ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারে আছেন। ইরানের মৃত্যুদণ্ড ও বাধ্যতামূলক হিজাব পরিধানের বিধানের বিরুদ্ধে প্রচারণাসংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।
২০২৩ সালে নার্গিস মোহাম্মদিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাঁর সন্তানেরা নরওয়ের অসলোয় আয়োজিত এক অনুষ্ঠান থেকে তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ওই অনুষ্ঠানের কয়েক সপ্তাহ পর ইরানের একটি বিপ্লবী আদালত তাঁকে আরও ১৫ মাস অতিরিক্ত কারাদণ্ড দেন।
নার্গিস মোহাম্মদি ইরানের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের অন্যতম প্রধান মুখ। জেল–জুলুম সত্ত্বেও তিনি আপস না করে অধিকার আদায়ের কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় মনোভাব ব্যক্ত করেছেন।
চলতি বছরের শুরুর দিকে তাঁর বাবা মারা যান। কিন্তু তখনো তাঁকে বাবার দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি।