৪৭ তলা ভবনে ‘স্পাইডারম্যান’

ম্যানিলার জি টি ইন্টারন্যাশনাল ভবন বেয়ে উঠছেন অ্যালেইন রবার্ট। ৫ মার্চছবি: রয়টার্স

‘ফরাসি স্পাইডারম্যান’ নামে পরিচিত অ্যালেইন রবার্ট। এবার তিনি বেয়ে উঠেছেন ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আকাশচুম্বী ৪৭ তলা ভবনে। এটির নাম জিটি ইন্টারন্যাশনাল টাওয়ার। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সমুদ্রসীমার প্রতি সমর্থন জানিয়ে গত মঙ্গলবার তিনি এমন পদক্ষেপ নেন।

অ্যালেইন রবার্ট এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৫০টির বেশি সুউচ্চ ভবনে উঠেছেন। এর মধ্যে দুবাইয়ের বুর্জ খলিফা এবং ফ্রান্সের আইফেল টাওয়ার রয়েছে। তবে অ্যালেইন রবার্টের গত মঙ্গলবারের এমন পদক্ষেপ রাজধানীর ওই বাণিজ্যিক এলাকায় ব্যাপক ভিড় তৈরি করে। এতে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।

কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই অ্যালেইন সুউচ্চ এই ভবন বেয়ে ওঠেন এবং নেমে আসেন। তবে নেমে আসার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

রবার্ট বলেন, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও চীনের মধ্যকার সমুদ্রসীমার বিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি করতেই তিনি এমনটা করেছেন। তবে এ জন্য কেন তিনি এ বিষয়টি বেছে নিলেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

অ্যালেইন বলেন, ‘আমি জানি ফিলিপাইন সাগর নিয়ে উত্তেজনা চলছে। ভবন বেয়ে ওঠার উদ্দেশ্য হচ্ছে লোকজনকে মনে করিয়ে দেওয়া যে সমুদ্র ও দ্বীপগুলো ফিলিপাইনের, অন্য কারও নয়।’

রবার্ট ২০১৯ সালেও ফিলিপাইনের এই স্থাপনা বেয়ে উঠেছিলেন। সেবারও তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাঁকে ১৮ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল।

গত মঙ্গলবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর উপস্থিতি ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। সেদিন ফিলিপাইনের কোস্টগার্ডের জাহাজ ও চীনের জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের দাবি করে চীন। তবে এই দাবির কোনো বৈধ ভিত্তি নেই বলে ২০১৬ সালে রায় দিয়েছিল একটি আন্তর্জাতিক আদালত। তবে বেইজিং এই রায় প্রত্যাখ্যান করেছে।

ম্যানিলার সেই বাণিজ্যিক এলাকার একজন কর্মী অ্যান্ডি ভারগারা ফরাসি রবার্টের ভবনে বেয়ে ওঠা দেখেছেন। তিনি বলেন, ‘তাঁর ভবন বেয়ে ওঠাটা ছিল রীতিমতো ভয়ংকর। তাঁকে এ অবস্থায় দেখে আমি ঘামছিলাম। আমি অসুস্থ বোধ করছিলাম।’