তাইওয়ানের চারপাশে মহড়াকে ‘ক্ষমতা দখলের’ সক্ষমতা পরীক্ষা বলছে চীন

চীনের সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার সকালে তাইওয়ানের চারপাশে নৌবাহিনীর জাহাজ এবং সামরিক উড়োজাহাজ নিয়ে মহড়া দেওয়া শুরু করেছবি: এএফপি

চীন বলেছে, তাইওয়ানকে নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সক্ষমতা কতটুকু আছে, তা পরীক্ষার জন্যই স্বশাসিত অঞ্চলটি ঘিরে মহড়া চালাচ্ছে তারা। আজ শুক্রবার এ কথা বলেছে তারা।

চীনের সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার সকালে তাইওয়ানের চারপাশে নৌবাহিনীর জাহাজ এবং সামরিক উড়োজাহাজ নিয়ে মহড়া দেওয়া শুরু করে। দ্বীপ অঞ্চলটির ‘স্বাধীনতাপন্থী বাহিনীর’ রক্তস্রোত বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

লাই চিং তে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মাথায় এ মহড়া শুরু করেছে চীন। মহড়াটির নাম দেওয়া হয়েছে ‘জয়েন্ট সোর্ড-২০২৪এ’।

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবার তাইওয়ান ঘিরে বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানকে ভয়ভীতি দেখাতে চীন এসব মহড়া চালায় বলে মনে করা হয়ে থাকে।

চীনা সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র লি সি বলেন, দুই দিনের মহড়ার মধ্য দিয়ে ক্ষমতা দখল, যৌথ বিমান হামলা এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন

জাতিসংঘ সব পক্ষকে উত্তেজনা এড়ানোর জন্য আহ্বান জানিয়েছে। তাইওয়ানের ঘনিষ্ঠ মিত্র এবং সামরিক সহযোগী দেশ যুক্তরাষ্ট্রও চীনকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

বেইজিং বলছে, বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য তাইওয়ানের স্বাধীনতাপন্থী বাহিনীকে কঠোর শাস্তি পেতে হবে।

গতকাল বিকেলে দেওয়া এক বক্তব্যে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই বলেছেন, তাইওয়ানের সুরক্ষায় তিনি সামনের কাতারে থাকবেন। তবে তিনি সরাসরি চীনের মহড়ার প্রসঙ্গটি উল্লেখ করেননি।

চীন বারবার লাইকে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে আখ্যা দিয়ে আসছে। দেশটির দাবি, লাই তাইওয়ানকে যুদ্ধ ও পতনের দিকে ঠেলে দেবেন।

গত সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর লাই যে ভাষণ দিয়েছেন, সেটি নিয়েও ক্ষুব্ধ বেইজিং। ওই ভাষণে লাই তাইওয়ানের গণতন্ত্রের জন্য একটি ‘গৌরবময়’ যুগের প্রশংসা করেছেন।

চীন বলছে, এর মধ্য দিয়ে লাই ‘স্বাধীনতার স্বীকৃতি’ দিচ্ছেন।

তাইওয়ান প্রণালি এবং তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্বে মহড়া চালাচ্ছে চীনের সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড। পাশাপাশি তাইপে প্রশাসনের অধীনে পরিচালিত কিনমেন, মাতসু, উকিয়ু এবং ডঙিন দ্বীপপুঞ্জের চারপাশেও মহড়া চালাচ্ছে চীন।

বেইজিং বলছে, আজ পর্যন্ত মহড়া চলবে। তবে বিশ্লেষকদের ধারণা, এ যুদ্ধ যুদ্ধ খেলার মেয়াদ আরও বাড়তে পারে অথবা তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পর একই ধরনের পদক্ষেপ নিয়েছিল তাইওয়ান।