কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রতীকী ছবি
ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার কেপুলাউয়ান বাতু এলাকায় আজ রোববার সকালে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর একটির মাত্রা ৬ দশমিক ১ এবং অপরটির মাত্রা ৫ দশমিক ৮। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

কেপুলাউয়ান বাতু এলাকায় আজ ভোরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর কয়েক ঘণ্টা পর ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

ইএমএসসি বলছে, প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল ৪৩ কিলোমিটার। আর দ্বিতীয়টির গভীরতা ছিল ৪০ কিলোমিটার।