গুলি করে ড্রোন নামাল তাইওয়ান
চীনের ভূখণ্ড থেকে কিছু দূরে অবস্থিত ক্ষুদ্র দ্বীপ শিয়ুতে একটি ‘বেসামরিক ড্রোন’ গুলি করে নামিয়েছেন তাইওয়ানের সেনারা। তাইয়ানের দাবি, ড্রোনটি ‘সংরক্ষিত আকাশসীমায়’ ঢুকে পড়েছিল। চীন ও তাইওয়ানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের ঘটনা এটাই প্রথম।
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের লক্ষ্যে বেসামরিক প্রশিক্ষণের জন্য ৩ কোটি ৩০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড মাইক্রোইলেকট্রনিকস করপোরেশনের (ইউএমসি) প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান রবার্ট সায়ো। তাইওয়ানের অন্যতম এই ধনকুবেরের দেওয়া এ অর্থে আগামী ৩ বছর ৩০ লাখ ‘বেসামরিক যোদ্ধা’ তৈরি করা হবে।
গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। তাঁর এ সফরকে অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো হিসেবে দেখছে বেইজিং। এ সফরকে কেন্দ্র করে গত কয়েক দশকের মধ্যে চীন ও তাইওয়ানের মধ্য সবচেয়ে বেশি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
স্বশাসিত গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে চীন এবং প্রয়োজনে তা বলপূর্বক দখল করে নেবে। অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন মনে করে। আর গণতান্ত্রিক তাইওয়ানের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র মনে করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের অধিকার দ্বীপবাসীর রয়েছে।