মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত থাকুন

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির মানুষ
ফাইল ছবি : এএফপি

মিয়ানমারে চার গণতন্ত্রপন্থী কর্মীর মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ক্ষমতাসীন সামরিক বাহিনীকে ‘আরও নির্বিচার মৃত্যুদণ্ড দেওয়া থেকে বিরত থাকার’ এবং সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জোটটি।

জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষে বিবৃতিটি প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। এতে বলা হয়, ‘এ ধরনের মৃত্যুদণ্ড ৩০ বছরের বেশি সময়ের মধ্যে মিয়ানমারে প্রথম। এই অন্যায়-অবিচারের মাধ্যমে মিয়ানমারের জনগণের অবিচল গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি জান্তাদের অবজ্ঞা প্রকাশ পেয়েছে। আমরা মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, মানবিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ওই সময় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ দেশটির অনেক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। অনেকে আত্মগোপনে চলে যান। দেশটিতে সেনাশাসনের বিরুদ্ধে এক বছরের বেশি সময় ধরে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই বিক্ষোভ-প্রতিবাদে জান্তার হাতে দেড় হাজারের বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হয়েছে হাজারের বেশি।