সিডনির রাজ্য নির্বাচনে ১৬ বছর পর লেবার পার্টির জয়

সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন লেবার পার্টির নেতা ক্রিস মিনস
ছবি: টুইটার থেকে নেওয়া

অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলসের ৫৮তম রাজ্য সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছে দেশটির লেবার পার্টি। দলটি অস্ট্রেলিয়ার ক্ষমতায় থাকলেও প্রায় ১৬ বছর পর এ রাজ্যে নির্বাচনে জয় লাভ করল। টানা তিন মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকার পর পরাজিত হয়েছে দেশটির প্রধান বিরোধী দল লিবারেল পার্টি। এর মধ্য দিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী লিবারেল নেতা ডমিনিক পেরোটেটকে হারিয়ে ৪৭তম মুখ্যমন্ত্রী নির্বাচিত হচ্ছেন লেবার পার্টির নেতা ক্রিস মিনস।

আজ শনিবার রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্ত ফলাফলের ঘোষণা না এলেও জয় নিশ্চিত করেছে রাজ্যের বিরোধী দল লেবার পার্টি। মোট ৯৩টি আসনের মধ্যে ৭৭টি আসনে ভোট গণনার কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৪৩টি আসনেই জয়লাভ করেছে লেবার পার্টি। সরকার গঠনে ৪৭টি আসনই যথেষ্ট। অপরদিকে লিবারেল পার্টি এ পর্যন্ত ২৫টি আসনে জয় পেয়েছে।

অন্য দলগুলো সব মিলিয়ে ৯টি আসনে জয়ী হয়েছে। বাকি ১৬টি আসনের প্রায় ৪০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ ৭টি আসনের ৫টি আসনেই নিরাপদ অবস্থানে রয়েছে লেবার পার্টি। লিবারেল পার্টির এ হারের মাধ্যমে দেশটির ফেডারেল সরকার থেকে শুরু করে মূল ভূখণ্ডে সব ক্ষমতা হারিয়েছে তারা। শুধু তাসমানিয়া দ্বীপরাজ্যে লিবারেল জোট দলের সরকার আছে।