আফগানিস্তানে আন্তর্জাতিক দাতব্য সংস্থার কার্যক্রম আংশিক শুরু

গত ডিসেম্বরে তালেবান দেশি-বিদেশি সংস্থায় নারীদের কাজ করা নিষিদ্ধের প্রতিবাদে এসব দাতব্য সংস্থার কার্যক্রম স্থগিত করে
ছবি: এএফপি

নেতৃস্থানীয় তিনটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা আফগানিস্তানে আংশিকভাবে তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে। সংস্থা তিনটি হলো কেয়ার ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন ও ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।

দেশটির স্বাস্থ্য খাত নিয়ে কাজ করে এমন বিদেশি সংস্থায় নারীদের কাজ করার সুযোগ দিতে তালেবানের প্রতিশ্রুতির পর সংস্থাগুলো তাদের কার্যক্রম শুরু করল।
গত ডিসেম্বরের শেষ দিকে তালেবান দেশি–বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) দেশটির নারীদের কাজ করা নিষিদ্ধের প্রতিবাদে এসব দাতব্য সংস্থার কার্যক্রম স্থগিত করা হয়।

আজ মঙ্গলবার সেভ দ্য চিলড্রেন এক বিবৃতি দিয়ে জানায়, ‘আমাদের নারী কর্মীরা নিরাপদে ও বিনা বাধায় কাজ করতে পারবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ প্রতিশ্রুতি পাওয়ায় আমরা কার্যক্রম আংশিকভাবে শুরু করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে আমাদের নারী সহকর্মীদের কাজ করার অনুমতি না দেওয়া পর্যন্ত সেসব স্থানে আমাদের অন্যান্য কার্যক্রম পরিচালনা আপাতত স্থগিত থাকবে।’