হিরোশিমায় মোদি–কিশিদার বৈঠক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফাইল ছবি: রয়টার্স

দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার সকালে জাপানের হিরোশিমায় এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।

ধনী দেশগুলোর জোট জি–৭–এর আউটরিচ সম্মেলনে অংশ নিতে নরেন্দ্র মোদি এখন জাপান সফর করছেন। এই সম্মেলনের এক ফাঁকে কিশিদার সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে জি–৭ সম্মেলনের অগ্রগতি সম্পর্কে মোদিকে অবহিত করেন কিশিদা। সেই সঙ্গে জাতিসংঘের সনদ মেনে চলার গুরুত্বের পাশাপাশি অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

মূলত ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পরিপ্রেক্ষিতে এ কথা বলেন কিশিদা। কিন্তু তিনি সরাসরি রাশিয়ার নাম নেননি বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, মস্কোর সঙ্গে নয়াদিল্লির উষ্ণ সম্পর্কের বিষয়টি মাথায় রেখে ভারতীয় প্রধানমন্ত্রীর সামনে সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করেননি কিশিদা।

তবে চীন প্রসঙ্গে জাপান ও ভারত নিজেদের অবস্থান আরও সুস্পষ্ট করেছে। কিশিদা বলেন, বিশ্বের কোথাও জোর খাটিয়ে স্থিতিশীলতা বদলে ফেলার চেষ্টা মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন

এ ছাড়া মুক্ত ও অবাধ ভারত ও প্রশান্ত মহাসাগরের গুরুত্ব নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে নিজেদের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরেন মোদি ও কিশিদা।

আরও পড়ুন