আইএসের নতুন নেতা

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা
ছবি: রয়টার্স

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরায়েশি নিহত হয়েছেন। তাঁর স্থলে নতুন নেতা হয়েছেন আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরায়েশি। ইসলামিক স্টেটের এক মুখপাত্রের এক অডিও বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আইএসের মুখপাত্র অডিও বার্তায় বলেছেন, যুদ্ধের ময়দানে আইএসের নেতা আবু আল-হাসান নিহত হন। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র বলছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রাহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির এক অভিযানে আইএসের ওই নেতা নিহত হয়েছেন। গত মার্চে তিনি আইএসের নেতা হন। এর আগে যিনি এই জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন তিনি সিরিয়ার মার্কিন বাহিনীর অভিযানের সময় আত্মঘাতী হন। আইএসের নতুন নেতার প্রকৃত নাম, জাতীয়তা বা পেছনের ইতিহাস কোনো কিছুই জানানো হয়নি।

আইএসের মুখপাত্র বলেছেন, আইএসের নতুন নেতা একজন বর্ষীয়ান মুজাহিদীন। এর আগে আইএসের নেতা আবু আল-হাসান সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। নেতা হিসেবে তিনি কোনো বিবৃতি দেননি। তবে গত সোমবার আইএস বিরোধী টেলিগ্রাম চ্যানেলে তাদের প্রতিদ্বন্দ্বী আল-কায়েদার পক্ষ থেকে বলা হয়েছে, আইএস নেতা বেশ কয়েকদিন আগেই মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য আইএস নেতাকে হত্যার জন্য কোনো অভিযান পরিচালনার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা বলেছে, এ ধরনের কোনো অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত নয়। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি আইএস নেতার মৃত্যুর ঘটনাটিকে স্বাগত জানান।

আইএস একসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত প্রায় ৮৮ বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছিল। কথিত ‘খেলাফত’ ঘোষণা করে এই বিস্তৃত অঞ্চলের প্রায় ৮০ লাখ অধিবাসীর ওপর আইএস তার নৃশংস ‘শাসনব্যবস্থা’ চাপিয়ে দিয়েছিল।

২০১৯ সালে আইএসকে তার দখল করা শেষ অঞ্চলটি থেকে বিতাড়িত করা হয়। কিন্তু জাতিসংঘ ধারণা করেছে, এখনো সিরিয়া ও ইরাকে ৬ থেকে ১০ হাজার আইএস যোদ্ধা রয়েছেন। তাঁরা বিভিন্ন সময় হামলা চালিয়ে যাচ্ছেন।

আইএসের আঞ্চলিক সহযোগীরা বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও হুমকি সৃষ্টি করছে। জাতিসংঘ বলেছে, আইএসের সবচেয়ে শক্তিশালী এবং সুপ্রতিষ্ঠিত নেটওয়ার্কগুলো এখনো আফগানিস্তান, সোমালিয়া এবং লেক চাদ অববাহিকায় রয়ে গেছে।

আরও পড়ুন