অবৈধ উৎস থেকে অর্থ নেওয়ার অভিযোগে ইমরানের দলের নেতাদের তলব

ইমরান খান
ফাইল ছবি: রয়টার্স

অবৈধ উৎস থেকে অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের আরও ১০ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ (এফআইএ)। আর আগে দলটির নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সারকে তলব করা হয়। তবে এই সমন নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা।

ডন–এর খবরে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এক মামলার রায়ে জানায়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অবৈধ উৎস থেকে তহবিল পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এরপর এফএআইয়ের পক্ষ থেকে আসাদ কায়সারকে তলব করা হয়। নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য যাঁদের তলব করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর ইমরান ইসমাইল, মিয়া মাহমুদ–উর–রশীদ, প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য সিমা জিয়া। গত শনিবার এফএআইয়ের পেশোয়ার অফিস থেকে আসাদকে ১১ আগস্টের মধ্যে হাজির হতে বলা হয়। অন্যদের ১২ ও ১৫ আগস্ট হাজির হতে বলা হয়েছে।

এক বিবৃতিতে কায়সার বলেছেন, এফএআইয়ের কাছ থেকে কোনো নোটিশ পাননি। তিনি অবৈধ কিছু করেননি। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এফএআই বলেছে, আকবার এস বাবরের মামলার রায়ে বলা হয়েছে, কায়সারের দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তাঁকে ব্যাংক অ্যাকাউন্ট–সম্পর্কিত প্রশ্নের জবাব দিতে তদন্ত কমিটির কাছে হাজির হতে বলা হয়েছে।

অন্যদিকে এফআইএর পক্ষ থেকে পিটিআই সচিবালয়ে কর্মরত চার কর্মকর্তার ব্যক্তিগত ও বেতনের অ্যাকাউন্টে বিদেশি তহবিল গ্রহণের বিষয়টি শনাক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব কর্মকর্তা যে তহবিল পেতেন, তা ইমরান খানের দলের অর্থ ব্যবস্থাপকের হাতে তুলে দিতেন। এর আগে এ বিষয়ের তদন্ত করতে ছয় সদস্যের দল গঠন করেছে এফআইএ।

জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের তিন সদস্যের নির্বাচন কমিশনের বেঞ্চের রায়ের পর পিটিআইয়ের এ তহবিলের গ্রহণের বিষয়ে গত বুধবার তদন্ত শুরু হয়। ক্ষমতাসীন জোট ইমরানের দলকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে।