নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: আরও দুজনের খোঁজে উদ্ধারকারীরা

ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ গত রোববার নেপালের পোখারায় বিধ্বস্ত হয়
ছবি: এএফপি

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ দুজন। তাঁদের সন্ধান চলছে। খবর এএনআইয়ের।

আজ মঙ্গলবার নেপাল পুলিশ বলেছে, দুর্ঘটনাস্থল থেকে মোট ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে এখন নিখোঁজ আরোহীর সংখ্যা ২।

গত রোববার সকালে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ নেপালের পর্যটন নগরী পোখারায় বিধ্বস্ত হয়। রাজধানী কাঠমান্ডু থেকে ছেড়ে আসা উড়োজাহাজটিতে ১৫ জন বিদেশিসহ ৬৮ যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

আরও পড়ুন

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪১টি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তা অনিল কুমার শাহি বলেন, পরিচয় শনাক্ত হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যে মরদেহগুলোর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, সেগুলো রাজধানী কাঠমান্ডুতে পাঠানো হবে।

উড়োজাহাজটির উদ্ধার হওয়া ‘ব্ল্যাকবক্স’ ইতিমধ্যে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে নেপাল সেনাবাহিনী।

ব্ল্যাকবক্সকে ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’ নামেও অভিহিত করা হয়। এতে একটি উড়োজাহাজের সব ক্রিয়াকলাপের তথ্য নথিভুক্ত হয়।

আরও পড়ুন

বিধ্বস্ত উড়োজাহাজটিতে ঠিক কী ঘটেছিল, তা জানতে তদন্তকারীদের সাহায্য করবে ব্ল্যাকবক্স।

আরও পড়ুন