অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আকস্মিক বন্যা, শহরে কুমির

ঘরবাড়ি ছেড়ে আসা মানুষজন আবার বাড়িঘরে ফিরছেন। ১৮ ডিসেম্বর।ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে বন্যায় আটকে পড়া দুই শতাধিক বাসিন্দাকে উদ্ধার করেছেন। বন্যার ফলে বিচ্ছিন্ন এলাকার মানুষজনকে উদ্ধার করতে সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় জাসপারের আঘাতে কুইন্সে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। কুইন্সল্যান্ড রাজ্যের অর্থমন্ত্রী ক্যামেরন ডিক বলেছেন, আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে। এতে রাজ্যে শত কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
আদিবাসীদের উজল উজল বসতি এলাকায় সাত বছর বয়সী এক শিশুসহ ৯ জন একটি হাসপাতালের ছাদে আশ্রয় নিয়েছেন।

উজল উজল অ্যাবরজিনাল শিরে কাউন্সিলের প্রধান নির্বাহী কিলি হ্যান্সলো বলেন, ‘আমরা জেনেছি, ওই ব্যক্তিরা সেখান থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছেন।’
কিলি অস্ট্রেলিয়ার জাতীয় গণমাধ্যম এবিসিকে বলেন, ওই হাসপাতালের রোগী হচ্ছে সাত বছর বয়সী শিশুটি। তাকে যেকোনোভাবে হোক, হাসপাতালের ছাদ থেকে সরিয়ে নেওয়া দরকার। তার শরীরে উষ্ণতা দরকার।

হ্যান্সলো বলেন, ৩০০ বাসিন্দার শহরটি সাগরের নোংরা পানি ও কাদায় ভরে গেছে। সেখানে শহরের মধ্যে কুমিরকে সাঁতার কাটতে দেখা গেছে।

স্থানীয় রাজনীতিক নিক দামেত্তো বলেন, গ্রামীণ এলাকা ইনগামেও বন্যার পানিতে কুমির ভেসে বেড়াচ্ছে। গাছগাছালির কারণে সব কুমির দেখাও যাচ্ছে না।

অস্ট্রেলিয়ার কেয়ার্নস বিমানবন্দরগামী সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে আটকা পড়েছে যানবাহন। ১৮ ডিসেম্বর
ছবি: এএফপি

পর্যটন এলাকা কেয়ার্নসের চারপাশে বন্যার পানি। প্রায় দেড় লাখ মানুষের এই শহরের রাস্তাঘাট, মহাসড়ক পানিতে তলিয়ে গেছে।

গতকাল রোববার কেয়ার্নস আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে, পার্ক করে রাখা উড়োজাহাজ বন্যার পানিতে। ফ্লাইট ওঠানামা পুরোপুরি বন্ধ।

কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলস সাংবাদিকদের বলেন, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাইলস বলেন, ‘আমাদের কাছে যত নৌকা আছে, কেয়ার্নসের মানুষকে উদ্ধার করতে সবই আমরা কাজে লাগাচ্ছি। বিশেষ করে যাঁরা নিজেরা বের হয়ে আসতে পারছেন না, এসব নৌকা দিয়ে তাঁদের উদ্ধারের কাজ করা হবে।’