নাজিবের বিরুদ্ধে আরও অভিযোগ, আদালতে শুনানি

নাজিব রাজাক।
ছবি: রয়টার্স

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের (৬৯) বিরুদ্ধে দুর্নীতির মামলায় গত মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত আপিল খারিজ করে দিয়ে ১২ বছরের কারাদণ্ড বহাল রাখেন। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) নামে পরিচিত রাষ্ট্রীয় তহবিলের কয়েক শ কোটি ডলার দুর্নীতির মামলা নিয়ে গতকাল বৃহস্পতিবার আবার আদালতে হাজির করা হয় তাঁকে। এ মামলার তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে।

গতকাল হাইকোর্টে ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগের বিষয়ে শুনানি হয়। এ ছাড়া মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।

ক্ষমতার অপব্যবহারের জন্য তাঁকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং দোষী সাব্যস্ত হলে অর্থ পাচারের জন্য ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আলোচিত এ মামলায় ২০২০ সালে দণ্ডিত হয়েছিলেন নাজিব। পরে তিনি উচ্চ আদালতে আপিল করেন। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত নাজিবের আপিল খারিজ করে দেন। একই সঙ্গে ১এমডিবি থেকে অবৈধভাবে ১ কোটি ডলার সরানোয় প্রায় ৪ কোটি ৭০ লাখ ডলার (২১ কোটি রিঙ্গিত) জরিমানাও বহাল আছে।

আরও পড়ুন