সরকারি চাকরি থেকে স্বজনদের বাদ দিতে তালেবান সরকারের নির্দেশ

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান
ছবি: এএফপি

চাকরি থেকে স্বজনদের বাদ দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক ডিক্রিতে এ ঘোষণা দেন।

তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা
ফাইল ছবি রয়টার্স

সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ পাওয়া কর্মকর্তা–কর্মচারীদের ছেলে ও অন্য স্বজনদের বাদ দিয়ে তাঁদের স্থলে নতুনদের নিয়োগ দিতে বলেছেন আখুন্দজাদা। এ ছাড়া ভবিষ্যতে এসব পদে স্বজনদের নিয়োগ দিতেও ডিক্রিতে নিষেধ করেছেন তিনি।

সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের ছেলে ও অন্য স্বজনদের বাদ দিয়ে তাঁদের স্থলে নতুনদের নিয়োগ দিতে বলেছেন আখুন্দজাদা। এ ছাড়া ভবিষ্যতে এসব পদে স্বজনদের নিয়োগ দিতেও ডিক্রিতে নিষেধ করেছেন তিনি।

২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র–সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করে তালেবান। এ সময় বেশ কিছু সরকারি কর্মকর্তা দেশ ছেড়ে পালান, আর অন্যদের তালেবান সরকার চাকরিচ্যুত করে। এরপর সরকারি বিভিন্ন পদে নিজেদের পছন্দমতো ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তাঁদের বেশির ভাগই ছিলেন অদক্ষ।  

আরও পড়ুন

পাকিস্তানের পেশোয়ারভিত্তিক দ্য আফগান ইসলামিক প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকজন জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা সরকারি বিভিন্ন দপ্তরে তাঁদের সন্তানদের নিয়োগ দেন। এরই পরিপ্রেক্ষিতে তালেবানের সর্বোচ্চ নেতা এ ডিক্রি জারি করলেন।

আরও পড়ুন