অর্থনৈতিক পতনের মুখে আফগানিস্তান

সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী পার ওলসন ফ্রিদ
ছবি : সংগৃহীত

আফগানিস্তান অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে, যা দেশটিকে নতুন রাজনৈতিক সংকটে ফেলতে পারে বলে সতর্ক করেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী পার ওলসন ফ্রিদ। খবর রয়টার্সের।

শনিবার দুবাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে সুইডেনের মন্ত্রী বলেন, ‘দেশটি পতনের মুখে বলে আমার উদ্বেগ হচ্ছে। আমরা যতটা ভেবেছিলাম, তার চেয়ে দ্রুতগতিতে এর পতন হচ্ছে।’ ফ্রিদ সতর্ক করে বলেন, অর্থনৈতিক পতন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিকাশের পরিবেশ তৈরি করতে পারে।

গত আগস্ট মাসে পশ্চিমা-সমর্থিত সরকারের পতন এবং তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তান সংকটে পড়ে গেছে। দেশটির সাহায্যনির্ভর অর্থনীতিতে কয়েক শ কোটি মার্কিন ডলারের সহায়তা বন্ধ হয়ে গেছে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ হিসেবে সুইডেন আফগানিস্তানে মানবিক সহায়তা জোরদার করেছে। তবে দেশটিতে উন্নয়নগত সহযোগিতা এখনো বন্ধ রেখেছে দেশটি। এর আগে গত শুক্রবার রেডক্রসের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবানের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।