আফগানিস্তানে গুরুত্বপূর্ণ জেলা দখলে নিল তালেবান
আফগান সরকারি বাহিনীর সঙ্গে গতকাল রোববার রাতভর তীব্র লড়াইয়ের পর কান্দাহারের আরও একটি গুরুত্বপূর্ণ জেলা দখল করে নিয়েছে তালেবান গোষ্ঠী। গতকাল আফগান সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। আফগানিস্তান থেকে মার্কিন সেনা চূড়ান্তভাবে প্রত্যাহার শুরুর পর থেকে এটা তাদের দখল করা সর্বশেষ এলাকা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। যুক্তরাষ্ট্র গত মে মাস থেকে আফিস্তানে থাকা সেনা প্রত্যাহার শুরু করে।
এরপর থেকেই আফগানিস্তানের প্রত্যন্ত এলাকা দখল নিতে শুরু করে তালেবান গোষ্ঠী। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সৈন্যরা কাবুলের কাছে বাগরাম বিমানঘাঁটি ছাড়ার দুই দিনের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের পাঞ্জওয়াই জেলার পতন ঘটেছে।
কয়েক বছর ধরেই আফগান ও তালেবান যোদ্ধারা নিয়মিত পাঞ্জওয়াই জেলার ভেতরে ও বাইরে লড়াই করছে। তারা জেলাটি দখল করায় কান্দাহার শহর দখলের কাছাকাছি চলে এসেছে।
কান্দাহার প্রদেশটিকেই তালেবান গোষ্ঠীর জন্মস্থান বলা যায়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের আক্রমণের আগে সেখানে তালেবানদের শাসন ছিল।
পাঞ্জওয়াই জেলার গভর্নর হাসতি মোহাম্মদ বলেন, আফগান ও তালেবান সেনারা রাতে লড়াই করে। সরকারি বাহিনী পিছু হটেছে। তালেবান এখন জেলার পুলিশ সদর দপ্তর ও গভর্নরের অফিস ভবন দখলে নিয়েছে।
কান্দাহারের প্রাদেশিক কাউন্সিলের পক্ষ থেকেও পাঞ্জওয়াই পতনের বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে তারা সরকারি বাহিনীকে ইচ্ছাকৃত পিছু হটার অভিযোগ করেছে।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চলছে বলে জানিয়েছে তালেবান। তাদের দাবি, দেশটির ৪০০ জেলার মধ্যে ইতিমধ্যে ১০০টি জেলা তাদের দখলে চলে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা এ দাবি অস্বীকার করেছেন। তবে তাঁর বলছেন, সরকারি বাহিনী কয়েক জায়গায় লড়াই করছে।
আফগানিস্তানের বাগরাম ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি দেশটিতে তালেবান হামলা বাড়াবে বলে উদ্বেগ রয়েছে। তারা আরও নতুন নতুন এলাকা দখল করবে।
বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া আফগান কর্তৃপক্ষ বলছে, ঘাঁটিটি তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই ব্যবহার করবে। তারা ইতিমধ্যে এর রাডার সিস্টেম চালু করেছে।