আফগানিস্তানে গুলিতে ১০ মাইন অপসারণকর্মী নিহত

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হামলায় আহত মাইন অপসারণকর্মীরা। ৯ জুন, আফগানিস্তানের বাঘলান প্রদেশে
ছবি: এএফপি।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে যুক্তরাজ্যভিত্তিক হ্যালো ট্রাস্ট মাইন–ক্লিয়ারিং অর্গানাইজেশনের ১০ কর্মীকে হত্যা করেছে মুখোশপরা বন্দুকধারীরা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাতে রাজধানী কাবুল থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তরে বাঘলান প্রদেশে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হামলা চালায়। এই হামলায় তাদের ১০ কর্মী নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

এদিকে এ হামলার ঘটনায় তালেবান যোদ্ধাদের দায়ী করেছে আফগান সরকার। গতকাল বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান সাংবাদিকদের বলেন, তালেবান যোদ্ধারা প্রতিষ্ঠানটির কম্পাউন্ডে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে নিহত হন মাইন অপসারণের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানটির অন্তত ১০ কর্মী।

তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ ব্রিটিশ মাইন অপসারণ প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ১০ জনকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এ হামলার ঘটনায় তালেবান জড়িত নয়।