আফগানিস্তানে বিস্ফোরকভর্তি বাইক বিস্ফোরণ, নিহত ১৫

আফগানিস্তানের গজনি প্রদেশের গিলান জেলায় বিস্ফোরকভর্তি মোটরবাইক বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে আজ শুক্রবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ কথা বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহেদুল্লা জুমাজাদার বরাত দিয়ে বলা হয়, গিলানে একটি জমায়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, বিস্ফোরকভর্তি মোটরবাইকটি গ্রামের যে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান চলছিল, তার কাছেই রাখা ছিল।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে প্রায়ই সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।

ওই প্রদেশের রাজধানী গজনি শহরের আফগান সেনাঘাঁটির কাছে গত মাসে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৩০ নিরাপত্তাকর্মী নিহত হয়েছিলেন।

আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করতে তালেবান ও আফগান সরকার শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। এর মধ্যেই আজ এ বিস্ফোরণের ঘটনা ঘটল।