আফগানিস্তানে সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলা, নিহত ৩০

গজনি শহরের এক সেনাঘাঁটিতে গাড়িবোমা বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া প্রহরা। গজনি, আফগানিস্তান, ২৯ নভেম্বর, ২০২০ছবি: রয়টার্স

আফগানিস্তানে একটি সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৩০ সদস্য নিহত হয়েছেন। আজ রোববার এই হামলার ঘটনা ঘটে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সবচেয়ে রক্তক্ষয়ী হামলাগুলোর মধ্যে রোববারের ঘটনাটি অন্যতম।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের গজনি প্রদেশের রাজধানী গজনি শহরের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত সেনাঘাঁটিতে ওই হামলা হয়। এই এলাকায় প্রায়ই আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষ হয়। তবে এই হামলার দায় তালেবান স্বীকার করেনি। এমনকি অন্য কোনো সংগঠনও এই হামলার দায় নেয়নি। এ ছাড়া জাবুল প্রদেশের কালাত শহরে রোববার আরেকটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে একজন মারা যান এবং ২০ জন আহত হন।

আফগানিস্তানে শান্তি ফেরাতে এবং দুই দশক ধরে চলমান সহিংসতার ইতি টানতে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তি চুক্তি হয়। এরপর আফগান সরকার ও তালেবানের মধ্যেও সম্প্রতি কাতারের দোহায় শান্তি আলোচনা শুরু হয়। এই আলোচনায় গতি আনতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন। এই পরিস্থিতিতে এমন হামলার ঘটনা ঘটল।  

রোববারের হামলা সম্পর্কে গজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত বলেন, ৩০টি মরদেহ ও আহত ২৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহত সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে একজন হামলা চালান।

আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা যেমন চলছে, তেমনি সাম্প্রতিক সময়ে দেশটিতে হামলার পরিমাণও বেড়েছে। এর আগে গত মঙ্গলবার বামিয়ান প্রদেশে দুটি বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হন। ওই হামলায় আহত হন ৪৫ জন।

তাহতের বেশির ভাগই ছিলেন বেসামরিক লোক।