আরব সাগরে অস্ত্রের বিশাল চালান আটক করেছে যুক্তরাষ্ট্র

আরব সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তবে চীন ও রাশিয়ায় তৈরি এসব অস্ত্রের গন্তব্য কোথায় ছিল, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি মার্কিন নৌবাহিনী।

আরব সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর জাহাজ
ফাইল ছবি। রয়টার্স

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের উপকূলে অবস্থান করা যুক্তরাস্ট্রের পঞ্চম নৌবহর গত ৬ ও ৭ মে নিয়মিত টহলের অংশ হিসেবে আরব সাগরের উত্তরাংশ থেকে অস্ত্রের এ চালান আটক করেছে।

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জব্দ করা এসব অস্ত্রের মধ্যে রাশিয়ার তৈরি কয়েক ডজন ট্যাংক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, চীনের তৈরি হাজারের বেশি টাইপ–৫৬ রাইফেল, শতাধিক পিকেএম মেশিনগান, স্নাইপার রাইফেল, গ্রেনেড লঞ্চার রয়েছে।

এসব অস্ত্র এখন যুক্তরাস্ট্রের হেফাজতে রয়েছে। যে নৌযান থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে, সেটাতে কোন দেশের পতাকা ছিল না। সেটি একটি সাধারণ পালতোলা নৌযান ছিল। বিপুল পরিমাণ অস্ত্রের বেআইনি এ চালান কোথা থেকে কোথায় যাচ্ছিল, সেটা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেআইনি অস্ত্রের চালানের কার্গোগুলো নামানোর পরে আটক নৌযানটির নাবিকদের ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে তাঁদের খাবার ও পানি সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরে বহুপক্ষীয় লড়াই চলছে। দেশটিতে সৌদি আরবের নিয়ন্ত্রিত সেনা জোটের সঙ্গে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের এ লড়াইয়ের পরিপ্রেক্ষিতে ইয়েমেন ওই অঞ্চলে অস্ত্র চোরাচালানের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।