আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা আল-মাসরি নিহত

আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা মুহসিন আল-মাসরি আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনডিএস) এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়। মুহসিন আল-মাসরি মার্কিন অপরাধ তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।

আল-মাসরিকে আল-কায়েদার সেকেন্ড ইন কমান্ড মনে করা হতো। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনডিএস) দাবি করছে, আফগানিস্তানের পূর্বাঞ্চল ঘাজনিতে এক বিশেষ অভিযানে আল-মাসরি নিহত হন। এনডিএস বলছে, ভারত উপমহাদেশে আল-কায়েদার সর্বোচ্চ নেতা আল-মাসরি।
বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা ও মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত আল-মাসরি।

২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হওয়ার পর আফগানিস্তানে তালেবান শাসন বন্ধ করতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে গত ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে এক চুক্তির পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে আমেরিকা।