আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং
ছবি: রয়টার্স

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলনে যোগ দিচ্ছেন। ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর এটাই হবে জান্তা প্রধানের প্রথম বিদেশ সফর। আসন্ন আসিয়ান সম্মেলনে মিয়ানমারের পক্ষে জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের অংশ নেওয়ার খবর জানিয়েছে জোটের আরেক সদস্যদেশ থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্স।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাঙ্গরাত আজ শনিবার রয়টার্সকে বলেন, জাকার্তায় আসিয়ান সম্মেলনে জোটের ১০ দেশের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। এর মধ্যে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং রয়েছেন।

তবে এ বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নেয় জান্তা। আটক করা হয় স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। অভ্যুত্থানের কয়েক দিন পর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো মিয়ানমার। বিক্ষোভকারীদের দাবি সুষ্পষ্ট, সেনাশাসন প্রত্যাহার এবং সু চিসহ সব রাজবন্দীর মুক্তি।

দুই মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভে দেশটিতে সেনা-পুলিশের গুলিতে এখন পর্যন্ত শিশুসহ সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)। আটক হয়েছেন সাংবাদিক, শিল্পীসহ তিন সহস্রাধিক বিক্ষোভকারী।

নিজ দেশের মানুষের ওপর গুলি চালিয়ে হত্যার কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচিত হয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আসিয়ান সদস্যরাও জান্তার প্রতি রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে। মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানালেও জান্তা সরকার তেমন আগ্রহ দেখাচ্ছে না।

আরও পড়ুন