ইন্দোনেশিয়ায় করোনায় প্রথম মৃত্যু

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, করোনায় আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সী এক নারী মারা গেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এই প্রথম কেউ করোনায় মারা গেলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী অবশ্য ইন্দোনেশিয়ার নাগরিক নন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আচমাদ ইউরিয়ানতো বলেন, তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালের ভর্তি করা হয়। তবে তিনি কোন দেশ থেকে এসেছিলেন বা কোন শহরে মারা গেছেন, সেসব সম্পর্কে কিছু জানাননি ইউরিয়ানতো। তিনি বলেছেন, মৃত ওই নারীর দেশের দূতাবাস এ সম্পর্কে জানে। আর তাঁর মরদেহ দেশে ফেরানোরও ব্যবস্থা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।