ইরানে শক্তিশালী ভূমিকম্প, একজনের মৃত্যুর খবর

আব্বাস বন্দর নগরীর কাছাকাছি কেশম দ্বীপের নিকটবর্তী এলাকায় ভূমিকম্প হয়
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে এক মিনিটের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বিকেলের এ ভূমিকম্পে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্প টের পাওয়ার পরপরই আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বের হয়ে আসেন।

ইরানের সিসমোলজিক্যাল সেন্টারের প্রধান ইসমায়েল বায়রামনেজাদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, আব্বাস বন্দর নগরীর কাছাকাছি কেশম দ্বীপের নিকটবর্তী এলাকায় এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ এবং ৬ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।

কেরমানসহ পার্শ্ববর্তী প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ইরানে বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাসের একটি রাস্তায় হাঁটার সময় বিদ্যুতের খুঁটি পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বন্দর আব্বাসের জেনো পর্বতের অংশবিশেষ ধসে পড়তে দেখা গেছে।

ইরানের জরুরি পরিস্থিতি মোকাবিলা কর্মকর্তারা রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, এখন পর্যন্ত আর কোনো হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রিসভার তাৎক্ষণিক বৈঠক আহ্বান করেছেন। এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে তাঁর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে নির্দেশ দিয়েছেন।

বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছেন যে তেহরান ফল্ট লাইনের কাছাকাছি থাকায় একদিন বড় ভূমিকম্প সেখানে আঘাত হানতে পারে।