এক বছর পর জনসমক্ষে উনের স্ত্রী

এক বছর পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের স্ত্রীকে।ছবি: রয়টার্স

এক বছর পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের স্ত্রীকে। বিবিসির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার কিম জং–উনের বাবা ও উত্তর কোরিয়ার নেতা প্রয়াত কিম জং-ইলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রি সল-জুকে দেখা যায়।

অতীতে কিম জং–উনের সঙ্গে তাঁর স্ত্রী রিকে বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই দেখা যেত। তবে গত বছরের জানুয়ারি মাস থেকে তাঁকে আর দেখা যায়নি। তাঁর জনসমক্ষে না আসা নিয়ে নানা গুঞ্জন চলে। ধারণা করা হয়, তিনি স্বাস্থ্যগত কারণে অথবা অন্তঃসত্ত্বা হওয়ায় জনসমক্ষে আসেননি।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস গতকাল জানায়, করোনাভাইরাসের সংক্রমণের কারণে তিনি জনসমাগমস্থলে আসা এড়িয়ে গেছেন। তিনি সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

উত্তর কোরিয়ার সরকার বরাবর বলছে, দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমনটা হওয়া অস্বাভাবিক। গত বছরের জানুয়ারি মাস থেকে উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ রেখে নিজেদের আইসোলেশনে রেখেছে। প্রতিবেশী দেশ চীনে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসের সংক্রমণের কথা জানা যায়।

উত্তর কোরিয়ার সংবাদপত্র রডং সিনমুন বলছে, কিম জং–উন ও তাঁর স্ত্রী মানসুডে আর্ট থিয়েটারে গতকাল একসঙ্গে উপস্থিত হন। ওই অনুষ্ঠানের প্রকাশিত ছবিতে দেখা গেছে, উন ও তাঁর স্ত্রী হাসিমুখে বসে রয়েছেন। তবে তাঁরা কেউ মাস্ক পরেননি। ওই অনুষ্ঠানে কারও মধ্যে সামাজিক দূরত্বও দেখা যায়নি।

উন ও তাঁর স্ত্রী এর এক দিন আগে কুমুসান প্যালেস পরিদর্শন করেন। সেখানে উনের বাবা ও দাদা শায়িত আছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্য হা তায়ে কেউং সাংবাদিকদের বলেছেন, দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস তাঁদের জানিয়েছে, করোনাভাইরাসের টিকা প্রস্তুতকারী ফাইজারের ডেটাবেইসে সাইবার হামলা চালানোর চেষ্টা করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা ফাইজারের কম্পিউটার সিস্টেমে ঢুকে করোনাভাইরাসের টিকা ও চিকিৎসাসংক্রান্ত তথ্যের খোঁজ করেছে। উত্তর কোরিয়া কয়েক হাজার সদস্যের একটি সুশিক্ষিত হ্যাকার বাহিনী পরিচালনা করে।