করোনাকে আবার পরাজিত করেছি: জেসিন্ডা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
রয়টার্স ফাইল ছবি

করোনাভাইরাসকে আবার পরাজিত করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী আজ সোমবার এই ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ‘আমরা ভাইরাসকে আবার পরাজিত করেছি।’

একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দেন, নিউজিল্যান্ডের সর্ববৃহৎ শহর অকল্যান্ডে জারি থাকা বিধিনিষেধ শিথিল করা হবে।

জাতীয়ভাবে কঠোর লকডাউন বলবতের পরিপ্রেক্ষিতে গত মে মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে করোনাভাইরাসের সংক্রমণ নির্মূল হয় বলে ধারণা করা হয়। নিউজিল্যান্ডে ১০২ দিন কোনো ‘গোষ্ঠী সংক্রমণ’ ছিল না।

তবে গত আগস্ট মাসে দেশটির অকল্যান্ড শহরে করোনার সংক্রমণ দেখা দেয়। সংক্রমণ ঠেকাতে সেখানে লকডাউন দেওয়া হয়।

১২ দিন ধরে অকল্যান্ডে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়নি। এর পরিপ্রেক্ষিতে আজ দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, করোনাভাইরাস এখন নিয়ন্ত্রণে। দ্বিতীয় দফার লকডাউন মেনে চলার জন্য তিনি অকল্যান্ডের অধিবাসীদের অভিনন্দন জানান।

জেসিন্ডা আরডার্ন জানান, আগামী বুধবার থেকে অকল্যান্ড ভাইরাস সতর্কব্যবস্থার সর্বনিম্ন স্তরে যুক্ত হচ্ছে। ফলে অকল্যান্ডে জারি থাকা বিধিনিষেধ শিথিল হবে।

নিউজিল্যান্ডে করোনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন চিকিৎসাধীন করোনা রোগী রয়েছেন ৪০ জন।

করোনা মোকাবিলায় সফলতার জন্য বিশ্বে নিউজিল্যান্ড সুনাম কুড়িয়েছে।