করোনায় বিচ্ছিন্ন দুই দেশের প্রেসিডেন্ট

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি।

কোনো কোনা দেশের সর্বোচ্চ ব্যক্তির ঘরে ঢুকে পড়ছে করোনাভাইরাস। ব্রিটিশ যুবরাজ ও প্রধানমন্ত্রী আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে বিচ্ছিন্ন ছিলেন কানাডার প্রধানমন্ত্রীও। এবার করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আফগানিস্তান ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কর্মকর্তারা কাজ করছেন নিজেদের বাসা থেকে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে এখন আর ব্যস্ততা নেই। নেই ওই ভবনের কর্মকর্তাদের আনাগোনা। ভবনের অন্তত ২০ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি বিচ্ছিন্ন হয়ে গেছেন। ৭০ বছর বয়সী প্রেসিডেন্ট আগে থেকেই গ্যাস্ট্রিকজনিত জটিল রোগে ভুগছেন। তাই করোনায় আক্রান্ত হওয়া রোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করছেন তিনি।

শনিবার আফগানিস্তানের সরকারি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করে, একটি দপ্তর থেকে আসা সংক্রমিত নথি থেকেই ভবনের কর্মকর্তারা আক্রান্ত হয়েছেন। যখন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা গেছে, তখনো এসব কর্মী ভবনে কাজ করছিলেন। এরপর তাঁদের এবং পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়। প্রেসিডেন্ট ঘানির মুখপাত্র সাদিক সিদ্দিকী বলেন, সিভিল সার্ভিস কমিশন ইতিমধ্যে সরকারি কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে।

খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের সংকট আছে আফগানিস্তানে। করোনাও ধীরে ধীরে ছড়াচ্ছে দেশটিতে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, আজ পর্যন্ত ৯৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দেশটিতে। এ পর্যন্ত মারা গেছে ৩২ জন।

এদিকে আফগানিস্তানের মতোই বিপদে আছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট ভবন। দেশটির সরকারের প্রায় মূল কেন্দ্রে আঘাত হেনেছে করোনা। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির ক্ষমতাধর চিফ অব স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়েছে।

জার্মানি সফর থেকে ফিরে মার্চের শেষ দিকে করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্টের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর আব্বা কারি। এর পরই তাঁর সান্নিধ্যে আসা সরকারের সব শীর্ষ কর্মকর্তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। তবে চিফ অব স্টাফ আক্রান্ত হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট। চিফ অব স্টাফ ছিলেন, প্রেসিডেন্টের শেষ দ্বাররক্ষী, অন্যতম প্রধান উপদেষ্টা।

দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৫৪২ জন এবং মারা গেছে ১৭ জন। গত ৩১ মার্চ দেশটিতে লকডাউন ঘোষণা করে সরকার।

রয়টার্স, এএফপি ও গার্ডিয়ান অবলম্বনে।