কাঠমান্ডু উপত্যকার এক শহরে পানিপুরি বিক্রি নিষিদ্ধ

পানিপুরি
প্রতীকী ছবি

নেপালের কাঠমান্ডু উপত্যকার ললিতপুর মেট্রোপলিটন সিটিতে (এলএমসি) পানিপুরি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। টাইমস নাউ ও এনডিটিভি অনলাইনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কলেরা রোগী বাড়ায় গত শনিবার এলএমসি কর্তৃপক্ষ পানিপুরি বিক্রি-বিপণন নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শহরে পানিপুরিতে ব্যবহৃত পানিতে কলেরার ব্যাকটেরিয়া পাওয়া গেছে।

আরও পড়ুন

নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের তথ্যমতে, কাঠমান্ডু উপত্যকায় নতুন করে সাতজনে কলেরা শনাক্ত হয়েছে। এ নিয়ে কাঠমান্ডু উপত্যকায় কলেরা রোগীর সংখ্যা হয়েছে ১২।

উপত্যকায় কলেরা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকে কলেরার উপসর্গের বিষয়ে সতর্ক থাকতে বলেছে। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে বলেছে।

কলেরার জন্য একধরনের ব্যাকটেরিয়া দায়ী। পানি ও খাবারের মাধ্যমে কলেরা ছড়িয়ে পড়ে। কলেরা মারাত্মক ডায়রিয়াজনিত একটি রোগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৪৭টি দেশে প্রতিবছর কলেরার প্রকোপ দেখা দেয়।