কাবুলে গাড়িবোমা হামলায় নিহত ৮

রাজধানী কাবুলের পশ্চিমাংশে গাড়িবোমার বিস্ফোরণ ঘটে
।ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা হামলায় অন্তত আট ব্যক্তি নিহত হয়েছে। আহত ১৫ জনের বেশি।

আজ রোববার এই গাড়িবোমা হামলা হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এই হামলার জন্য সন্ত্রাসীদের দায়ী করেছেন। তবে সেই সন্ত্রাসী কারা, তা বলেননি তিনি।

তারিক আরিয়ান জানান, হামলায় হতাহত হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

একটি নিরাপত্তা সূত্র বলেছে, রাজধানী কাবুলের পশ্চিমাংশে গাড়িবোমার বিস্ফোরণ ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিরাপত্তা সূত্র বলেছে, এটা খুবই শক্তিশালী বিস্ফোরণ ছিল। বিস্ফোরণে আশপাশের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে|

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, অন্তত দুটি গাড়ি জ্বলছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা গেছে।

কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা চলা সত্ত্বেও দেশটিতে সাম্প্রতিক সময়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটছে।

সম্প্রতি রাজধানীতে সংঘটিত কিছু হামলার দায় নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

গতকাল শনিবারও দেশটির বাগরাম বিমানঘাঁটি লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়। গুরুত্বপূর্ণ এই বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র ব্যবহার করছে। এই হামলার দায় স্বীকার করেছে আইএস।

চলতি বছর আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে। জাতিসংঘের আফগান মিশনের তথ্যমতে, দেশটিতে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সহিংসতায় ২ হাজার ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহত প্রায় ৪ হাজার।