জলের কুমিরের লাফিয়ে উঠে সামান্য ওপর দিয়ে উড়ে যাওয়া পাখি শিকারের ছবি-ভিডিও আমরা দেখেছি। কিন্তু বিপজ্জনকভাবে কাছে চলে আসা প্রাণীরাও কুমিরের শিকারে পরিণত হয়। তাই বলে ড্রোনও যে কুমিরের শিকারে পরিণত হতে পারে, তা কে জানত! অথচ এমন ঘটনাই ঘটিয়েছে অস্ট্রেলিয়ার একটি কুমির। জলাশয়ের ওপর দিয়ে উড়ে যাওয়া ড্রোন শিকার করেছে সে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় ডারউইন শহরের ক্রোকোডাইল পার্কের একটি হ্রদে। সে সময় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) জন্য একটি তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছিল। এ জন্য নোনাপানির কুমিরের ভিডিও ফুটেজ প্রয়োজন ছিল। ফুটেজ সংগ্রহের জন্য ওই চ্যানেলের ক্যামেরাপারসন ড্যানি হিস্ট ডারউইনের ক্রোকোডাইল পার্কে যান।
পার্কের হ্রদের পানিতে মাথা জাগিয়ে ভাসছিল বড়সড় একটি কুমির। সেটির ফুটেজ সংগ্রহের জন্য একটি ড্রোন ওড়ান ড্যানি। হ্রদের পানির সামান্য ওপর দিয়ে উড়ছিল মনুষ্যবিহীন উড়োযানটি। সংগ্রহ করছিল ভাসতে থাকা কুমিরের ভিডিও ফুটেজ। হঠাৎই বাধে বিপত্তি। চোখের পলকে গায়েব হয়ে যায় ক্যামেরাসহ ড্রোনটি। পানিতে ভাসতে থাকা কুমিরটি হঠাৎ লাফিয়ে উঠে কামড়ে ধরে ড্যানির ড্রোন। এরপর হারিয়ে যায় পানির নিচে।
ঘটনার আকস্মিকতায় ক্যামেরাপারসন ড্যানি শুরুতে বুঝতেই পারেননি সেখানে কী ঘটে গেছে। পাশ থেকে একজন বৃদ্ধ পুরো ঘটনাটি দেখেন। তিনি জানান, ড্যানির ক্যামেরা আর ড্রোন দুটোই কুমিরের শিকারে পরিণত হয়েছে।
কুমিরের শিকারে পরিণত হওয়া ড্রোন ও ক্যামেরা উদ্ধারের আশা ছেড়ে দিয়েছিলেন ড্যানি। ভেবেছিলেন, দুটো ডিভাইস কুমিরের পেটে গেছে। কিন্তু ড্যানির ভাগ্য বেশ সুপ্রসন্ন বলতে হয়। ওই ঘটনার দুই সপ্তাহ পর ক্ষতবিক্ষত ড্রোনটি হ্রদের কিনার থেকে উদ্ধার করা হয়। ক্যামেরা ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত ছিল মেমোরি কার্ড। সেখান থেকে উদ্ধার করা হয়েছে পুরো ঘটনার ভিডিও। পরে কুমিরের শিকারে পরিণত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ এবিসি চ্যানেলের বার্তাকক্ষে ঝুলিয়ে রাখা হয়।