কে টু জয়ের রেকর্ড গড়লেন ১০ নেপালি পর্বতারোহী

কারাকোরাম পর্বতশ্রেণি (পেছনে কে টু পর্বত)ছবি: রয়টার্স
কে টু জয় করা নেপালি পর্বতারোহী দলের কয়েকজন সদস্য
ছবি: রয়টার্স

শীতকালে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রথমবারের মতো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কে টু জয় করল নেপালের ১০ পর্বতারোহীর একটি দল। এর মধ্য দিয়ে এক নতুন রেকর্ড গড়লেন তাঁরা। খবর বিবিসির।

ওই দলের অন্যতম সদস্য নিমসদাই পুরজা বলেন, নেপালের স্থানীয় সময় গতকাল শনিবার বিকেল পাঁচটায় তাঁরা কে টু পর্বতের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন।

চলতি শীত মৌসুমে এই দুর্গম পর্বত জয়ের নেশায় নেমেছেন কয়েক ডজন পর্বতারোহী। গত সপ্তাহান্তে পর্বতটি থেকে নামার সময় পড়ে গিয়ে মারা গেছেন স্পেনের একজন পর্বতারোহী।

১৯৮৭-৮৮ সালে শীত মৌসুমে প্রথম কয়েকজন পর্বতারোহী কে টু জয়ের চেষ্টা চালান। তবে নেপালি ওই ১০ পর্বতারোহীর আগপর্যন্ত কেউই ৭ হাজার ৬৫০ মিটারের ওপরে উঠতে পারেননি।

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কে টু চীন-পাকিস্তান সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ৮ হাজার ৬১১ মিটার (২৮ হাজার ২৫১ ফুট)। এটি বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতমালা হিমালয়ের চেয়ে মাত্র ২০০ মিটার কম উঁচু। বিশ্বে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতের একটি এটি।

কে টুকে ‘বুনো (দুর্গম অর্থে) পর্বত’ হিসেবেও আখ্যায়িত করা হয়। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের পর্বতারোহী জর্জ বেল এই পর্বত জয়ের চেষ্টা করেন। তখন তিনি বলেছিলেন, ‘এটি একটি বুনো পর্বত, যা তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে।’

২০০৮ সালে কে টু জয় করতে গিয়ে ১১ পর্বতারোহী প্রাণ হারান।

কে টু জয়ের এ অভিযানে একত্রে নেমেছিলেন চারটি দলে ৬০ জন পর্বতারোহী। নেপালের ওই ১০ জন প্রাথমিকভাবে তিনটি দলে ভাগ হয়ে যাত্রা শুরু করেন। পরে একটি দলের সদস্যরা পর্বতের চূড়ায় আরোহণ করেন।

যুক্তরাজ্যের বিশেষ নৌ সার্ভিসের সাবেক সদস্য পর্বতারোহী নির্মলা পুরজা কে টু জয়ের পর ছবি তুলে তা শেয়ার করেছেন। অভিযানের আয়োজক সংগঠন ‘সেভেন সামিট ট্রেকস’ নেপালি দলটির পর্বত জয়ের এই খবর নিশ্চিত করেছে।

১৯৮৭-৮৮ সালে শীত মৌসুমে প্রথম কয়েকজন পর্বতারোহী কে টু জয়ের চেষ্টা চালান। তবে নেপালি ওই ১০ পর্বতারোহীর আগপর্যন্ত কেউই ৭ হাজার ৬৫০ মিটারের ওপরে উঠতে পারেননি।

রেকর্ড ২৪ বার হিমালয় জয় করা পর্বতারোহী ক্যামি রিতা বলেন, ‘এটা আনন্দের খবর যে আজ (শনিবার) ১০ নেপালি কে টু জয় করে ইতিহাস গড়েছেন। তাঁরা আমাদের সাহস ও শক্তি প্রদর্শন করেছেন।’