গাধা মেরে দেওয়া অর্থেরও কম ক্ষতিপূরণ পেল এক আফগান পরিবার

বিদেশি সেনাদের আফগানিস্তান ত্যাগ

আফগানিস্তান যুদ্ধ ২০ বছরে শেষ হলো। সব বিদেশি বাহিনী দেশে ফিরে গেছে। দেশটি এখন তালেবানের নিয়ন্ত্রণে। সন্ত্রাস দমনে ২০০১ সালে যে যুদ্ধে শুরু হয়েছিল, তাতে লাখো বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। আর এসব হত্যাকাণ্ডের ঘটনায় ব্রিটিশ বাহিনী মাথাপিছু কত মার্কিন ডলার দিয়েছে, তার একটি হিসাব পাওয়া গেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো ব্রিটিশ বাহিনীর এই খরচের হিসাব বের হলো। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ২৮৯ জন বেসামরিক মানুষ হত্যার ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতিপূরণ দিয়েছে প্রায় সাড়ে ৯ লাখ মার্কিন ডলার। মাথাপিছু অর্থ দেওয়া হয়েছে ৩ হাজার ২৬৫ ডলার। তবে এর মধ্যে একটি পরিবার তাদের এক সদস্য নিহতের ঘটনায় পেয়েছে মাত্র ১৪৩ ডলার। একটি গাধা মেরে ফেলে যে অর্থ ব্রিটিশ বাহিনী দিয়েছে, তার চেয়ে কম এই অর্থ।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় নিহতদের যে অর্থ দেওয়া হয়েছে, তা আইনের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে প্রায় সাত হাজার ঘটনায় ক্ষতিপূরণ দিয়েছে ব্রিটিশ বাহিনী। এর কিছু নথিও পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়েছে, সবচেয়ে কম বয়সী যে শিশু মারা গেছে, তার বয়স তিন বছর। মাইন অপসারণের সময় শিশুটি মারা যায়। আর ব্রিটিশ বাহিনীর হামলায় যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে ১৬ শিশু রয়েছে।

‘ফ্রিডম অব ইনফরমেশন’ আইনে এসব তথ্য পাওয়া গেছে। দাতব্য প্রতিষ্ঠান অ্যাকশন অন আর্মড ভায়োলেন্সের (এওএভি) মারি জোন্স বলেন, ব্রিটিশ বাহিনী এই তথ্য বিশ্লেষণ করেনি। একটি দাতব্য প্রতিষ্ঠান এই তথ্য বিশ্লেষণ করেছে, এটা উদ্বেগের।

এদিকে ব্রিটিশ বাহিনী ক্ষতিপূরণ হিসেবে যে অর্থ দিয়েছে, তার পরিমাণ ব্যক্তি ও স্থানভেদে ভিন্ন। যেমন ২০০৮ সালে একজন নিহত এবং সম্পদের ক্ষয়ক্ষতির বিপরীতে একটি পরিবারকে দেওয়া হয়েছে ১৪৩ ডলার। কিন্তু কে এই ব্যক্তি কিংবা ওই ব্যক্তি কোথায় নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

যদিও নিহতের ঘটনার চেয়ে মামুলি ঘটনায় বেশি অর্থ ব্যয় করেছে ব্রিটিশ বাহিনী। হেলমান্দে ব্রিটিশ বাহিনীর বিমান ঘাঁটিতে একটি মুঠোফোন হারানোর ঘটনায় ১৫০ ডলার দেওয়া হয়েছে। ছয়টি গাধা মারা যাওয়ায় দেওয়া হয়েছে ৯০৮ ডলার। ২০০৯ সালের ডিসেম্বরে ১০ বছরের এক শিশু মৃত্যুর ঘটনায় ৮০৪ ডলার দেওয়া হয়েছে। ওই মাসেই চারটি শিশুকে হত্যার ঘটনায় ৫ হাজার ৮০০ ডলার দিয়েছিল ব্রিটিশ বাহিনী। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের হামলায় তারা নিহত হয়েছিল।

আবার ব্রিটিশ বাহিনীর হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে পাঁচ আফগান শিশু আহত হয়েছিল। তাদের দেওয়া হয়েছিল প্রায় ১০ হাজার। এসব ঘটনা প্রসঙ্গে জোন্স বলেন, এসব হতাহতের ঘটনার মধ্যে খুব কমই গণমাধ্যমে এসেছে।