চীনভিত্তিক ৫০০টির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরাল ফেসবুক
অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত চীনভিত্তিক ৫০০টির বেশি অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম। এসব অ্যাকাউন্ট থেকে উইলসন এডওয়ার্ডস নামে সুইডেনের একজন ভুয়া জীববিজ্ঞানীর দাবি প্রচার করা হয়েছিল।
বিবিসির খবরে বলা হয়, ওই জীববিজ্ঞানী অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র কোভিড-১৯-এর উত্স সন্ধানের প্রচেষ্টায় হস্তক্ষেপ করছে। এডওয়ার্ডসের বক্তব্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রচার পেয়েছিল। তবে সুইজারল্যান্ডের দূতাবাস থেকে জানানো হয়, উইলসন এডওয়ার্ডস নামের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি প্রথম পোস্টের মাত্র দুই সপ্তাহ আগে খোলা হয়েছিল এবং মাত্র তিনজন বন্ধু ছিল।
মেটা তার প্রতিবেদনে বলেছে, এসব অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কর্মসূচি ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের ইংরেজি ভাষার ফেসবুক ব্যবহারকারী এবং তাইওয়ান, হংকং ও তিব্বতের চীনা ভাষার ব্যবহারকারীকে লক্ষ্য করে এ প্রচার চালানো হয়। ভুয়া পোস্ট প্রচারের কারণে ফেসবুক থেকে ৫২৪ অ্যাকাউন্ট, ২০ পেজ, ৪টি গ্রুপ ও ৮৬টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।