চীনে সোনার খনিতে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত

১০ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় শ্যানদং প্রদেশের ইয়ানতাই শহরের কাছে হুশান নামের সোনার খনিতে বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন নিহত হন
ফাইল ছবি: রয়টার্স

চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন বলে গতকাল বুধবার দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। দেশটিতে সাম্প্রতিক কিছু খনি দুর্ঘটনার প্রেক্ষাপটে অনিরাপদ খনিগুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারে স্থানীয় সরকারের তরফে নতুন প্রচারণা শুরুর ঘোষণা আসছে। খবর রয়টার্সের।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল ছয়টায় ঝাওইউয়ান শহরের কাউজিওয়া সোনার খনিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় ১০ শ্রমিক খনিতে আটকা পড়েন। চারজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মাত্র এক মাসের কিছু আগে এ শহরেই আরেকটি সোনার খনিতে অগ্নিকাণ্ড ঘটে। জানুয়ারির ওই দুর্ঘটনায় হিউশান খনিতে আটকা পড়েছিলেন ১১ শ্রমিক। দুই সপ্তাহ ভূগর্ভে আটকে থাকার পর নাটকীয়ভাবে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। দুর্ঘটনাটিতে মারা গিয়েছিলেন অন্তত ১০ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল ছয়টায় ঝাওইউয়ান শহরের কাউজিওয়া সোনার খনিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় ১০ শ্রমিক খনিতে আটকা পড়েন। চারজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসব দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো খনির নিরাপত্তাব্যবস্থা তদারকিতে আরও পরিদর্শনকাজ চালাতে উদ্যোগী হয়েছে।