চীনের সম্প্রসারণবাদ রুখতে এক হওয়ার আহ্বান তাইওয়ানের

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ
ছবি: রয়টার্স

চীনের সম্প্রসারণবাদ রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান জানিয়েছে তাইওয়ান।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এক সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন। তিনি দ্য গার্ডিয়ানকে ওই সাক্ষাৎকার দিয়েছেন। আজ সোমবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা  হয়েছে।

সাক্ষাৎকারে জোসেফ উ বলেন, চীনের সম্প্রসারণবাদ প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এক হতে হবে।

তাইওয়ানে আগ্রাসন ঠেকাতে গোয়েন্দা তথ্য আদান–প্রদান, বেইজিংয়ের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পুনর্বিবেচনা ও বিশ্ব মঞ্চে তাইপের উপস্থিতি বাড়িয়ে তোলারও আহ্বান জানান তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী।

জোসেফ উ বলেন, দক্ষিণ চীন ও পূর্ব চীন সাগরে চীনের তৎপরতা, ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ, হংকংয়ে দমন–পীড়ন প্রভৃতি বিষয় প্রমাণ করে, বেইজিং তার কর্তৃত্ববাদী শাসন প্রসারিত করতে চায়। আর তাইওয়ান হলো বেইজিংয়ের পরবর্তী লক্ষ্যবস্তু।

তাইপের আন্তর্জাতিক অংশীদার যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়াকে সতর্ক করে জোসেফ উ বলেন, তাইওয়ান যদি চীনা আগ্রাসনের শিকার হয়, তাহলে প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে বেইজিংয়ের উপস্থিতি ও প্রভাব–প্রতিপত্তি ব্যাপকভাবে বাড়বে। এটি বৈশ্বিক শৃঙ্খলায়ও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।

তাইওয়ানকে দেশ হিসেবে মানে না চীন। বরং তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে বেইজিং। তাই প্রয়োজনে জোর করে হলেও তাইওয়ানকে মূল ভূখণ্ডের নিয়ন্ত্রণে আনতে চায় চীন।

চীনা হুমকির পরিপ্রেক্ষিতে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁরা বেইজিংয়ের সম্ভাব্য হামলার ব্যাপারে প্রস্তুত আছেন।

আরও পড়ুন