টিকা নিতে ব্যথা পাইনি: জেসিন্ডা

টিকা নিচ্ছেন জেসিন্ডা আরডার্ন।
ছবি এএফপি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আজ শুক্রবার প্রথম ডোজ ফাইজারের টিকা নিয়েছেন। অকল্যান্ডের একটি টিকাদানকেন্দ্রে গণমাধ্যমের সামনে তিনি টিকা নেন। পরে বলেন, টিকা নিয়ে কোনো ব্যথা পাননি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটিতে ধীরগতির টিকাদান কর্মসূচি নিয়ে সমালোচনা রয়েছে।

জেসিন্ডা বলেন, ‘টিকা নিতে ব্যথা লাগে না, টিকা নেওয়ার পর তা বুঝতে পেরেছি।’ তিনি বলেন, ‘আমি কখনো সবার আগে টিকা পেতে চাইনি। এটা সবার আগে সম্মুখসারির যোদ্ধাদের দেওয়া প্রয়োজন।’

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়া হয়েছে। দেশটির জনসংখ্যা ৫০ লাখের কাছাকাছি।

দেশটির মেডিকেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত সেখানে ফাইজারের টিকা বাদে অন্য কোনো টিকার অনুমোদন দেয়নি। এ বছরের শেষ নাগাদ দেশটির সবাইকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশটি সীমান্ত বন্ধ করে দিয়েছে।