তালেবানের ওপর হামলায় নিহত ৩
আফগানিস্তানের জালালাবাদ শহরে পৃথক তিনটি বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর এটাই তাদের ওপর বড় ধরনের হামলার ঘটনা। এর মধ্যে একটি হামলা সরাসরি তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে চালানো হয়। এ হামলার দায় কেউ স্বীকার করেনি। খবর রয়টার্সের।
গত আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ মাসের শুরুতে দেশে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠন করেছে তালেবান।
তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘হামলার ঘটনা ছিল টহলরত তালেবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে। এ ঘটনায় আহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে।’
নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, হামলায় নিহতের সংখ্যা তিন। এ ছাড়া ১৮ জন আহত হয়েছে।
নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ। প্রদেশটি আইএস জঙ্গিদের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
গত মাসে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হয়। এর দায় স্বীকার করে আইএস। তবে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে দেশটিতে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণার মধ্যেই এই বোমা হামলার ঘটনা ঘটল। আফগানিস্তানে স্কুল খোলার ঘোষণা এসেছে কেবল ছেলেদের জন্য। তবে মেয়েরা কবে ক্লাসে ফিরতে পারবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। আফগানিস্তানে তালেবানের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।