থাইল্যান্ডে সংক্রমণ বাড়ার মধ্যে টিকা নীতিতে পরিবর্তন

থাইল্যান্ডে সিনোভ্যাকের পূর্ণ ডোজ টিকা নেওয়ার পর কয়েক শ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনার টিকা নীতিতে পরিবর্তন এনেছে থাইল্যান্ড। প্রাণঘাতী এই ভাইরাস থেকে জনগণের সুরক্ষার জন্য এখন থেকে চীনের সিনোভ্যাকের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে তারা।

সিনোভ্যাকের টিকার দুই ডোজ নেওয়ার পরেও কয়েক শ স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত হওয়ার পর দেশটি টিকা নীতিতে এই পরিবর্তন এনেছে বলে সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

নতুন নীতি অনুসারে, যাঁরা প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাকের টিকা নিয়েছেন বা নেবেন, তাঁদেরকে দ্বিতীয় ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে।

সোমবার থাইল্যান্ডের জাতীয় সংক্রামক ব্যাধি কমিটি বলেছে, এরই মধ্যে সিনোভ্যাকের পূর্ণ ডোজ টিকা নেওয়া স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ হিসেবে তৃতীয় দফায় অন্য কোনো একটি টিকা দেওয়া হবে। এটা অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার–বায়োএনটেকের মতো কোনো এমআরএনএ টিকা হতে পারে। তৃতীয় ডোজ দেওয়া হবে দ্বিতীয় ডোজ দেওয়ার তিন থেকে চার সপ্তাহ পরে।

বর্তমানে থাইল্যান্ডে সিনোভ্যাকের বাইরে শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকা আছে। যুক্তরাষ্ট্র শিগগিরই অনুদান হিসেবে তাদের কিছু ফাইজার–বায়োএনটেকের টিকা দেবে।
প্রথমে চীনের সিনোভ্যাকের টিকা পেয়ে গত ফেব্রুয়ারিতে স্বাস্থ্যকর্মীদের তা দেওয়া শুরু করে থাইল্যান্ড।

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিনোভ্যাকের পূর্ণ ডোজ টিকা নেওয়া ৬ লাখ ৭৭ হাজার স্বাস্থ্যকর্মীর মধ্যে ৬১৮ জন গত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নার্স মারা গেছেন এবং আরেকজন স্বাস্থ্যকর্মীর অবস্থা এখনো আশঙ্কাজনক।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে সম্প্রতি সিনোভ্যাকের টিকার কার্যকারিতা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চিলিতে চালানো ওই গবেষণায় কোভিড–১৯–এর বিরুদ্ধে সিনোভ্যাকের টিকার কার্যকারিতা ৬৫ দশমিক ৯ শতাংশ পাওয়া গেছে। তা ছাড়া এই টিকা গ্রহণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থতা ঠেকাতে ৮৭ দশমিক ৫ শতাংশ এবং মৃত্যু প্রতিরোধের ক্ষেত্রে ৮৬ দশমিক ৩ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে।

থাইল্যান্ডে বর্তমানে করোনা সংক্রমণ বাড়ছে। রোববার এক দিনে রেকর্ড ৯ হাজার ৪১৮ জনের করোনা শনাক্তের খবর এসেছে। এক দিনে মৃত্যুর সংখ্যা বেড়েও রেকর্ড ৯১ জন হয়েছে।

সংক্রমণ বাড়তে থাকায় চীনা টিকার কার্যকারিতা নিয়ে শঙ্কার মধ্যে বিভিন্ন বেসরকারি ক্লিনিক থেকে অন্য টিকা কিনে নেওয়ার ঘটনাও বাড়ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা বিক্রি করা একটি প্রতিষ্ঠান অনলাইনে টিকা বিক্রির বিজ্ঞাপন দিলে কয়েক মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যায়। ওই প্রতিষ্ঠানটি ১ হাজার ৮০০ ডোজ টিকা বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। মডার্নার প্রতি ডোজ টিকার দাম রাখা হয়েছিল ১ হাজার ৬৫০ থাই বাথ (৫০ দশমিক ৩৬ ডলার)।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গত বছর করোনা মহামারি শুরু হওয়ার পর থাইল্যান্ডে এখন পর্যন্ত ৩ লাখ ৪৫ হাজার মানুষের এই রোগ শনাক্ত হয়েছে। আর এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮০০ জন।

করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় দক্ষিণ–পূর্ব এশিয়ার অনেক দেশে সংক্রমণ বেড়েছে।