দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট জারদারি

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি
এএফপি

মানি লন্ডারিংয়ের একটি মামলায় পাকিস্তানের অ্যাকাউন্টেবিলিটি কোর্ট সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারপারসন আসিফ আলী জারদারি ও তাঁর বোন ফারিয়াল তালপুরকে অভিযুক্ত করেছেন। তবে তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। পাকিস্তানের জিও টিভির খবরে এ কথা বলা হয়।

ইসলামাবাদের আদালতে বিচারপতি আজম খানের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চে গতকাল সোমবার ওই মামলায় শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় জারদারির সঙ্গে তাঁর কন্যা আসিফা ও বোন তালপুর উপস্থিত ছিলেন। পরে আগামী ৫ অক্টোবর পর্যন্ত আদালত মামলার পরবর্তী কার্যক্রম মুলতবি ঘোষণা করেন।

মামলার শুনানির পর পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো আদালতের ওই সিদ্ধান্তকে জারদারির বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ক্ষোভ জানান।

পৃথক মামলায় গ্রেপ্তার শাহবাজ
জিও টিভি জানিয়েছে, একই দিন পাকিস্তানের পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। মানি লন্ডারিং মামলায় লাহোর হাইকোর্ট জামিন নাকচ করে দেওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন