নওয়াজকে ফেরত পাঠাতে তৃতীয়বারের মতো অনুরোধ

নওয়াজ শরিফ
ফাইল ছবি

লন্ডনে অবস্থানরত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেশে ফেরত পাঠাতে আবারও যুক্তরাজ্যের প্রতি অনুরোধ করেছে দেশটি। এ-সংক্রান্ত একটি চিঠি ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ডনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) শীর্ষ এই নেতা সম্প্রতি বিরোধী জোটের সম্মেলনে (এমপিসি) লন্ডন থেকে দেওয়া ভার্চ্যুয়াল বক্তব্যে ক্ষমতাসীনদের কড়া সমালোচনা করেন। ওই বক্তব্যে পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর প্রাতিষ্ঠানিকীকরণেরও অভিযোগ তোলেন তিনি।

২০১৮ সালের ডিসেম্বরে দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ড হয় নওয়াজের। এরপর জামিন নিয়ে ভ্রমণ (ভিজিট) ভিসায় তিনি চিকিৎসার জন্য ২০১৯ সালের নভেম্বরে লন্ডনে যান।

পাকিস্তান ওই চিঠিতে ব্রিটিশ সরকারের ১৯৭৪ সালের অভিবাসন আইনের উল্লেখ করে। ব্রিটিশ সরকারের এই আইনে বলা আছে, যুক্তরাজ্যে অবস্থানরত কোনো ব্যক্তি যদি নিজ দেশে চার বছরের বেশি সময়ের দণ্ডপ্রাপ্ত হন, তাহলে তাঁকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

নওয়াজকে ফেরত পাঠাতে এর আগে আরও দুবার ব্রিটিশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় অনুরোধটি জানানো হয়েছিল চলতি মাসেরই ৫ তারিখে। প্রধানমন্ত্রী ইমরান খানের এক উপদেষ্টা শাহজাদ আকবর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদের হাইকোর্ট নওয়াজের জামিন বাতিল করে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই চিঠি দেওয়া হয়েছিল। বল এখন যুক্তরাজ্যের হাতে। সর্বশেষ দেওয়া চিঠিতে নওয়াজকে ফেরত পাঠাতে সম্ভাব্য সব ‘কারণ’ ও পদ্ধতি উল্লেখ করে পাকিস্তান।