নারকেল পাড়ার 'যন্ত্র' বানর

বানরের কঠোর শ্রম বন্য প্রাণী কল্যাণ নীতির লঙ্ঘন। ছবি: এএফপি
বানরের কঠোর শ্রম বন্য প্রাণী কল্যাণ নীতির লঙ্ঘন। ছবি: এএফপি

থাইল্যান্ডে গাছ থেকে নারকেল পাড়তে বন্য প্রাণী বানরকে ব্যবহার করছে বেশ কিছু প্রতিষ্ঠান। এসব নারকেল দিয়েই পরে তৈরি করা হচ্ছে পানীয়, তেল ও অন্যান্য পণ্য। বিষয়টি জানাজানির পর দেশটির বিপণিবিতানগুলো ওই সব পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, বানরের কঠোর শ্রম বন্য প্রাণী কল্যাণ নীতির লঙ্ঘন। তাই তারা এ রকম পণ্য দোকানে রাখবে না।

থাইল্যান্ডের বন্য প্রাণী অধিকার সংরক্ষণ প্রতিষ্ঠান পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল বা পেতা জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো বন থেকে বানরগুলো ধরে আনে। এরপর তাদের প্রশিক্ষণ দেয়, যাতে একটি বানর দিনে ১ হাজার নারকেল গাছ থেকে সংগ্রহ করতে পারে। থাইল্যান্ডের বিশেষ প্রজাতির ছোট লেজের বানরগুলো এখন ‘নারকেল পাড়ার যন্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

থ্যাইল্যান্ডের ওয়েটরোজ, ওকাদো, কো-ওপ ও বুস্টসের মতো বিপণিবিতানগুলো এ রকম পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। তারা এ রকম পণ্য বর্জন করতে অন্যদের প্রতিও আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে ওয়েটরোজ বলেছে, ‘আমাদের প্রাণী কল্যাণ নীতিমালার অংশ হিসেবে আমরা বানরের শ্রম দিয়ে তৈরি কোনো পণ্য বিক্রি না করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি।’