নারীদের বিক্ষোভ, সাংবাদিকদের ওপর আবারও হামলা তালেবানের

অধিকার রক্ষার দাবিতে নারীদের বিক্ষোভ। আফগানিস্তানের কাবুলে।
ছবি: এএফপি।

কাবুলে তালেবানবিরোধী বিক্ষোভ করেছেন নারীরা। ওই বিক্ষোভের খবর সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন তালেবান সদস্যরা। বৃহস্পতিবার সাংবাদিকদের খবর সংগ্রহ করতে বাধা দেওয়ার এ ঘটনা ঘটে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রায় ২০ জন নারী শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে অর্থ মন্ত্রণালয়ের দিকে ওই বিক্ষোভ করেন। এই সময় তাঁরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি করবেন না’ স্লোগান দেন। এ সময় তাঁরা হাতে ‘আমাদের পড়াশোনা ও কাজের অধিকার নেই’, ‘কর্মহীনতা, দারিদ্র্য, ক্ষুধা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড বহন করেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, তালেবান কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিনা বাধায় প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করতে দেন।

কিন্তু এ সময় একজন বিদেশি সাংবাদিককে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করেন এক তালেবান সদস্য। এ ছাড়া তাঁকে লাথি ও ঘুষি মারার ঘটনাও ঘটে।

এ ছাড়া কমপক্ষে আরও দুজন সাংবাদিক বিক্ষিপ্তভাবে হামলার শিকার হন।

বিক্ষোভ আয়োজনকারীদের একজন জাহরা মোহাম্মদী বলেন, ‘ঝুঁকি সত্ত্বেও তাঁরা মিছিল করেছেন। পরিস্থিতি এমন যে তালেবান কাউকে সম্মান করে না। নারী, দেশি বা বিদেশি সাংবাদিক; যে–ই হোক না কেন। মেয়ে শিক্ষার্থীদের জন্য অবশ্যই স্কুল খুলে দিতে হবে। কিন্তু তালেবান সে অধিকার কেড়ে নিয়েছে।’

আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ এক মাসের বেশি সময় ধরে বন্ধ। গত আগস্ট মাসে তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণের পর অনেক নারীর জন্য কাজের সুযোগ বন্ধ হয়ে গেছে।

জাহরা বলেন, ‘আফগানিস্তানের সব নারী ও মেয়েদের কাছে আমার বার্তা হচ্ছে, তালেবানকে ভয় পাবেন না। পরিবার আপনাকে বাড়ি থেকে বের হতে না দিলেও ভয় পাবেন না। বাইরে যান, ত্যাগস্বীকার করুন। আপনার অধিকারের জন্য লড়াই করুন। আমাদের এই ত্যাগস্বীকার করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম শান্তিতে থাকে।’

কাবুলের ওই বিক্ষোভের সময় শিশুদেরও দেখা যায়। তবে তারা এই বিক্ষোভের অংশ ছিল কি না, তা জানা যায়নি। বেশ কয়েকজন তালেবান যোদ্ধা বিশেষ পোশাক পরে ওই বিক্ষোভের পাশে অবস্থান নিয়েছিলেন। কেউ কেউ সাধারণ পোশাকেও ছিলেন। তাঁদের হাতে যুক্তরাষ্ট্রের তৈরি এম১৬ অ্যাসল্ট রাইফেল ও একে-৪৭ দেখা যায়।