নিশানা করে হত্যা বন্ধে তালেবানের প্রতি বিভিন্ন দেশের আহ্বান

গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যায়ছবি: রয়টার্স

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের নিশানা করে হত্যা বন্ধ করতে ক্ষমতাসীন তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ২২টি দেশ। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সাবেক আফগান সরকার ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের কোনো ক্ষতি না করার বিষয়ে তালেবান যে অঙ্গীকার করেছিল, তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

তালেবানশাসিত আফগানিস্তানে হত্যা, অপহরণ, গুমের বিষয়ে একটি মানবাধিকার সংগঠনের প্রতিবেদন সামনে আসার পর এ যৌথ বিবৃতি দেওয়া হলো।

যৌথ বিবৃতিটি জারি করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে সই করেছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও অপর ১৯টি দেশ।

গত সপ্তাহের শুরুর দিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪ মাস আগে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশটির সাবেক সরকারের ১০০ জনের বেশি সদস্যকে হত্যা বা অপহরণ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে তালেবানের কাছে আত্মসমর্পণকারী বা বন্দী হওয়া দেশটির নিরাপত্তা বাহিনীর ৪৭ সদস্যকে হত্যা করা হয়েছে।

তালেবান ক্ষমতা দখলের পর অঙ্গীকার করে বলেছিল, আগের সরকারের সদস্যদের কোনো ক্ষতি করা হবে না।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের বিষয়ে গভীর উদ্বেগের কথা তুলে ধরেছে ২২টি দেশ। একই সঙ্গে তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের সব ঘটনার পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে এই বলে উপসংহার টানা হয়েছে যে তারা তালেবানকে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যাচাই করতে থাকবে।