পাকিস্তানে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি গাড়তে দেব না: ইমরান

ইমরান খান

পাকিস্তানে যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ঘাঁটি গাড়তে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, পাকিস্তানের কোনো এলাকা যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। ডনের খবরে জানা যায়, মার্কিন সংবাদমাধ্যম এইচবিও অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আফগানিস্তানে অভিযান চালানোর জন্য পাকিস্তানের কোনো এলাকা কখনোই যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়া হবে না।

স্থানীয় সময় আজ রোববার অ্যাক্সিওসের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে।
অ্যাক্সিওসের সাংবাদিক জোনাথন সোয়ান ওই সাক্ষাৎকারে আল কায়েদা, আইএস ও তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) পাকিস্তানের এলাকা ব্যবহারে ইমরান খান অনুমতি দেবেন কি না, তা জানতে চান। এ প্রশ্নের উত্তরে ইমরান খান সাফ জানিয়ে দেন, এ ধরনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

ইমরান খানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে তালেবানরা। তালেবানদের মুখপাত্র সোহেল মাহিন দোহা থেকে ফোনে পাকিস্তানের সংবাদপত্র দ্য নেশনকে জানান, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঘাঁটি গাড়তে চাওয়া অনুচিত। পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

ডনের খবরে জানা যায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পাকিস্তান কখনোই যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না। পাকিস্তানের ভেতরে কোনো ড্রোন হামলাও মেনে নেবে না। মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের তথ্যমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন এ ধরনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন।