ফিলিপাইনে ৫৩ প্রাণ নিয়ে ভিয়েতনামের দিকে ভামকো

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অনেক এলাকা ডুবে গেছে
ছবি : রয়টার্স

ভয়ংকর ঘূর্ণিঝড়ের ভামকোর জন্য প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম। রোববার এই ঝড় দেশটিতে আঘাত হানতে পারে। ইতিমধ্যে এ ঝড়ে ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৫৩-তে পৌঁছেছে। দেশটির সবচেয়ে মারাত্মক ঝড় বলা হচ্ছে ভামকোকে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ শনিবার ভিয়েতনামের আবহাওয়া দপ্তর বলেছে, দেশটির হা তিন উপকূল থেকে কোয়াং নাই অঙ্গরাজ্যে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ভামকো।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ন্যুগেইন জুয়ান ফুক বলেছেন, এটি খুব শক্তিশালী টাইফুন। ভামকোর প্রস্তাবিত পথে সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্ক করেন তিনি।

আজ শনিবার নাগাদ দেশটির উপকূল এলাকার ৪ লাখ ৬৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

দীর্ঘ উপকূল থাকায় ভিয়েতনাম বিধ্বংসী ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ অঞ্চল হিসেবে ঝুঁকিতে থাকে। এ বছরে দক্ষিণ এশিয়ার দেশটিতে আঘাত হানা ১৩তম শক্তিশালী ঝড় ভামকো। গত অক্টোবর থেকে দেশটিতে ঝড়ে ১৬০ জনের বেশি মারা গেছেন।

এদিকে ফিলিপাইনে আঘাত হানা ২১তম ঝড় এটি। গত বুধ ও বৃহস্পতিবার আঘাত হানা ঝড়ের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। দেশটির পুলিশ সূত্র বলছে, ঝড়ে দেশটিতে ৫৩ জন মারা গেছেন আর ৫২ জন আহত হয়েছেন। ২২ জন নিখোঁজ রয়েছেন।