বিয়ের পোশাকে পরীক্ষার হলে

বিয়ের পোশাক হাতে পরীক্ষা হলে সেই শিক্ষার্থীছবি: সংগৃহীত

জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে, যাকে বলা যায় ‘মান রাখি না কুল রাখি’ অবস্থা! একসঙ্গে দুটি উপলক্ষ হাজির হলে দোলাচলে পড়েন প্রায় সবাই। সিদ্ধান্ত নিতে পারেন না কোনটাকে বেছে নেবেন। তবে মোহাম্মদ বিন ফাহাদ আল লাইলি একবারেই সিদ্ধান্তহীনতায় ভোগেননি। একই দিনে তাঁর শিক্ষাজীবনের পরীক্ষার দিন আর বিয়ের দিন ছিল। তিনি পরীক্ষাও দিয়েছেন, ‘কবুল’ বলে শুরু করেছেন নতুন জীবনও।

মোহাম্মদ বিন ফাহাদ আল লাইলি সৌদি আরবের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। বিয়ের পোশাক পরে তাঁর পরীক্ষার হলে প্রবেশ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাঁকে নিয়ে চারদিকে আলোচনায় মেতেছে স্থানীয় লোকজন।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ গত বুধবার এক প্রতিবেদনে জানায়, আল লাইলি পরীক্ষার হলে ঢোকেন সৌদির ঐতিহ্যবাহী বিয়ের পোশাক ‘বিস্‌ত আবায়া’ পরে। এ সময় তাঁকে কিছুটা লাজুক দেখাচ্ছিল। বিয়ের আসরের মাঝ থেকে পরীক্ষার হলে যান তিনি। পরীক্ষা শেষ করে দ্রুত ফিরে যান বিয়ের আসরে। পরে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

স্থানীয় আল এখবারিয়া টিভিকে মোহাম্মদ বিন ফাহাদ আল লাইলি বলেন, ‘আজ আমার তাফসির পরীক্ষা ছিল। আমি খুবই আশাবাদী। ইনশা আল্লাহ সবই ঠিকঠাক হবে। আমি পরীক্ষা ও বিয়ে দুটোতেই সফল হব।’