বোমা ফেলতে খেলনা ড্রোন ব্যবহার করছে তালেবান

ড্রোন
প্রতীকী ছবি: রয়টার্স

আফগানিস্তানে সরকারি বাহিনীর ওপর বোমা ফেলতে জঙ্গিগোষ্ঠী তালেবান ছোট ড্রোন ব্যবহার করছে। আফগান গোয়েন্দাপ্রধান এমনটাই জানিয়েছেন। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির ন্যাশনাল ডিরেক্টরেট অব সিউকিউরিটির (এনডিএস) প্রধান আহমেদ জিয়া সিরাজ গতকাল সোমবার বলেন, সাম্প্রতিক কিছু হামলায় তালেবান জঙ্গিরা খেলনা ড্রোন ব্যবহার করেছে। এ ক্ষেত্রে তারা ড্রোনে বিস্ফোরক ভরে দিয়েছিল।

আহমেদ জিয়া বলেন, তালেবান জঙ্গিরা বোমা হামলা চালাতে যেসব ড্রোন ব্যবহার করছে, তা বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো মূলত ক্যামেরা ড্রোন।

এনডিএস এ ধরনের জনপ্রিয় ডিভাইসের আমদানি বন্ধ করতে চায় বলে পার্লামেন্টে জানান আহমেদ জিয়া।

বোমা ফেলতে খেলনা ড্রোন ব্যবহারের ঘটনায় প্রতীয়মান হয়, তালেবান জঙ্গিরা তাদের লড়াইয়ে নতুন কৌশল ব্যবহার করছে।

ড্রোন
প্রতীকী ছবি: রয়টার্স

গত অক্টোবরের শেষ দিকে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের গভর্নরের কম্পাউন্ডে বোমা ফেলতে তালেবান জঙ্গিরা এমন ড্রোন ব্যবহার করেছিল বলে খবর বের হয়।

তবে ওই খবরের সত্যতা নিশ্চিত করেননি আহমেদ জিয়া। কিন্তু তিনি উল্লেখ করেন, তালেবান জঙ্গিরা কুন্দুজ ও পাকতিয়া প্রদেশে হামলায় ড্রোন ব্যবহার করেছে।