ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়ে তালেবানের সঙ্গে বৈঠক মার্কিন প্রতিনিধিদের

আফগানিস্তানে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে গুড়িয়ে গেছে শত শত ঘরবাড়ি
ছবি: এএফপি

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান। সেখানকার মানুষজনকে সহায়তা করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের তালেবান সরকারের নেতাদের আলোচনা অব্যাহত রয়েছে। এ সপ্তাহের শুরুতে কাতারের দোহায় এ আলোচনা শুরু হয়। এর আগে গত মার্চ মাসে দুই পক্ষের মধ্যে সর্বশেষ আলোচনা হয়েছিল। খবর এএফপির

যুক্তরাষ্ট্রের জব্দ করা আফগানিস্তানের বৈদেশিক রিজার্ভ ছাড়ের উপায় খুঁজছে তালেবান কর্তৃপক্ষ। তালেবান ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র রিজার্ভ জব্দ করে। তবে গত মাসে দেশটির কয়েকটি প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আফগানিস্তানকে দেওয়া অর্থ জনগণ ঠিকভাবে পাবে, তার নিশ্চয়তা চাওয়া হচ্ছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত বুধ ও বৃহস্পতিবারের আলোচনা থেকে ভূমিকম্পে দুর্গতদের জন্য ত্রাণসহায়তা হিসেবে সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া দুই পক্ষ আফগান জনগণের সুবিধার জন্য আফগান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ৩৫০ কোটি মার্কিন ডলার সংরক্ষণের জন্য মার্কিন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত মাসে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হন। এতে গৃহহীন হয়েছেন আরও হাজারো মানুষ। এতে দেশটির জরুরি সহযোগিতা তহবিল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

আফগানিস্তানের বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্টের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সাম্প্রতিক ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানি ও দুর্ভোগের জন্য যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা প্রদানে তালেবানের হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগ ও ত্রাণ সরবরাহে স্বচ্ছতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া মার্কিন প্রতিনিধিরা তালেবান কর্তৃপক্ষকে নারীর অধিকারের বিষয়ে চাপ দিয়েছেন।

আরও পড়ুন