মাওয়ের হস্তলিপি উদ্ধার

উদ্ধার হওয়া মাও সে-তুংয়ের সেই হস্তলিপি

চীনের কমিউনিস্ট নেতা মাও সে–তুংয়ের একটি হস্তলিপি (ক্যালিগ্রাফি) উদ্ধার করেছে হংকং পুলিশ। অতি মূল্যবান এই শিল্পকর্ম গত মাসে একজন সংগ্রাহকের বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল। সেটি অবশ্য আস্ত অবস্থায় নয়, উদ্ধার হয়েছে দ্বিখণ্ডিত অবস্থায়। গত বৃহস্পতিবার এ খবর দিয়েছে বিবিসি।

ওই শিল্পকর্মে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সে–তুংয়ের হাতে লেখা বেশ কয়েক ছত্র কবিতা রয়েছে। চোরেরা সেটি এক শিল্পকর্ম সংগ্রাহকের বাড়ি থেকে চুরি করে নিয়ে গিয়ে পানির দামে বিক্রি করে দেয়। নয় ফুট লম্বা ওই ক্যালিগ্রাফি কেটে দুই খণ্ড করে ফেলা হয়। বেশি লম্বার কারণে প্রদর্শনের সমস্যা এড়াতেই এই কাজ করা হয় বলে মনে করা হচ্ছে। যাঁর বাড়ি থেকে চুরি হয়েছিল, তিনি এটির দাম কমবেশি ৩০০ মিলিয়ন ডলার দাবি করেন। অবশ্য, কীভাবে এই দাম ধরা হয়েছে, তা পরিষ্কার নয়। দুই খণ্ড করার কারণে এটির মূল্যমান অনেক কমে গেছে বলেও মনে করছেন তিনি।

ওই শিল্প সংগ্রাহকের নাম ফু চুনজিয়াও। তিনি ডাকটিকিট ও বিপ্লবসংশ্লিষ্ট শিল্পকর্ম সংগ্রহের জন্য বিখ্যাত। গত ১০ সেপ্টেম্বর চোরেরা যখন তাঁর বাড়িতে হানা দিয়েছিল, তখন তিনি চীনের মূল ভূখণ্ডে ছিলেন। চোরেরা মাও সে–তুংয়ের আরও কিছু ক্যালিগ্রাফি এবং অনেকগুলো প্রাচীন ডাকটিকিট ও কপারের মুদ্রা নিয়ে যায়। এগুলোর আনুমানিক মূল্য কমবেশি ৬৪৫ মিলিয়ন ডলার। মাও সে–তুংয়ের হস্তলিপিটি দ্বিখণ্ডিত করার বিষয়কে ‘হৃদয়বিদারক’ হিসেবে বর্ণনা করেন তিনি। হস্তলিপিটি কে দ্বিখণ্ডিত করেছে, তা এখন পর্যন্ত পরিষ্কার নয়।